ফরিদপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, ৬ জনের মৃত্যু
৬ জানুয়ারি ২০২০ ০৮:৫১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৩:১৯
ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন ফরিদপুরের সোলনা গ্রামের হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, তার স্ত্রী ও দুই শিশু কন্যা এবং তার স্বজন এসআই ফারুক হোসেন। এছাড়া দুর্ঘটনায় নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কানাইপুর হাইওয়ে পুলিশের এসআই সিফার আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে মাগুরাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।