Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অভিমানে’ খাতা দেখেননি শিক্ষক, অভিযোগ অধিদফতরে


৬ জানুয়ারি ২০২০ ০৪:৫৬

মঠবাড়িয়া (পিরোজপুর): অভিভাবকের ওপর ‘অভিমান’ করে এক ছাত্রের বার্ষিক পরীক্ষার খাতা দেখেননি বলে অভিযোগ উঠেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৩৯নং ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।

ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল আবিদ হাসানের বাবা মো. আলমগীর হোসেন খান বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, লাকী আক্তার বর্তমানে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি তৃতীয় শ্রেণিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় পড়ান। সম্প্রতি তার সঙ্গে লাকী আক্তারের ভুল বোঝাবুঝি হয়। সেই কারণে তিনি আবিদের খাতা না দেখে দুই বিষয়ে দুইশ’ নম্বর দিয়েছেন।

এদিকে আবিদ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে দুইশ’ নম্বর পাওয়ায় অভিভাবকরা ক্ষুব্ধ হয়েছেন— দাবি আলমগীর হোসেনের।

তিনি আরও অভিযোগ করেছেন, ভুল বোঝাবুঝি হওয়ার পর থেকে লাকী আক্তার আবিদের সঙ্গে শ্রেণি কক্ষে কথা বলতেন না। পড়াও নিতেন না।

অভিযোগ প্রসঙ্গে কথা বলতে লাকী আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এ প্রসঙ্গে রোববার (৫ জানুয়ারি) উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজ আহসান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিষয়টি আমাকে তদন্ত করতে বলা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

প্রাথমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর