Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নারী মাদক বিক্রেতার মৃত্যু


৫ জানুয়ারি ২০২০ ১৭:১৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ২৩:১০

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সমুদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, সামুদা বেগম একজন চিহ্নিত মাদক বিক্রেতা।

রোববার (৫ জানুয়ারি) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবণের মাঠে এ ঘটনা ঘটে।

সমুদা বেগমের বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ায়। আহত পুলিশ সদস্যরা হলেন— উপপরিদর্শক আরিফুর রহমান এবং কনস্টেবল রুবেল, রাসেল ও হাবিব।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সূত্রে ইয়াবা পাচারের খবর পেয়ে রোববার ভোরে একদল পুলিশ টেকনাফের খারাংখালী লবণের মাঠ এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এসময় পুলিশ সদস্যরা আহত হন। পরে ঘটনাস্থলে সামুদা বেগমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

ওসি প্রদীপ জানান, সামুদা বেগমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামুদা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টেকনাফ বন্দুকযুদ্ধ মাদক বিক্রেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর