Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের প্রথম কার্যদিবসেই পুঁজিবাজারে বড় দরপতন


৫ জানুয়ারি ২০২০ ২০:১৭

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসেই পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয় এবং শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। দিনশেষে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। সেইসঙ্গে লেনদেন হওয়া প্রায় অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, দেশের অর্থনীতির সার্বিক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। তারা বলছেন, অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীদের মাঝে বড়ধরনের আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট থেকে উত্তরণ ঘটাতে না পারলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন। আর সংকট দূর করতে প্রয়োজন বাজারে মনিটরিং জোরদার করা।

বিজ্ঞাপন

এদিকে রোববার ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ২৯২ কোটি ৪৬ লাখ টাকা। এটি আগের কার্যদিবসের চেয়ে ৯৪ কোটি টাকা কম।

রোববার ডিএসইতে ৩৫৪টি কোম্পানির ১০ কোটি ৭৮ লাখ ৩ হাজার ১৯০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৫২টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪০০ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ১৩ পয়েন্ট ৯৯৫ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২০টি কোম্পানির ৪৬ লাখ ৭৭ হাজার ৯৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮১ পয়েন্ট নেমে আসে।

বিজ্ঞাপন

দরপতন পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর