Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২


৫ জানুয়ারি ২০২০ ১৯:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামার বাসা থেকে নিকট দূরত্বে নিজের বাসায় যাবার পথে ওই কিশোরীকে গ্রেফতার ‍দুজনের একজন আরেকজনের সহযোগিতায় ধর্ষণ করেছে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মাদরাসা এলাকায় এই ঘটনা ঘটেছে।

গ্রেফতার দুজন হলেন- সোলায়মান (২২) ও সাইফুল ইসলাম (২১)।

ওই কিশোরীর মামা সারাবাংলাকে জানান, তার বয়স প্রায় ১৫ বছর। বাবা নেই। বাবা মারা যাবার পর মাকে নিয়ে সীতাকুণ্ডে নিজের বাড়ি থেকে এসে হাটহাজারীতে মামার বাড়ির পাশে বাসা ভাড়া নিয়ে থাকেন। শনিবার সন্ধ্যায় মামার বাসা থেকে কাছাকাছি দূরত্বে নিজের বাসায় যাবার পথে তিন-চারজন বখাটে যুবক তার গতিরোধ করে এবং ধাক্কা দিয়ে পাশে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে দাবি কিশোরীর মামার।

তবে হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম জানিয়েছেন, গ্রেফতার সোলায়মান কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ পেয়েছেন। সাইফুল তাকে সহায়তা করে।

ধর্ষণের শিকার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় ধর্ষণের মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

কিশোরী চট্টগ্রাম ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর