অস্ট্রেলিয়ায় বৃষ্টির জন্য একসঙ্গে মুসলিম-খ্রিস্টানদের প্রার্থনা
৫ জানুয়ারি ২০২০ ১৯:৩৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৯:৩৫
ভয়াবহ দাবানল থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ায় খোলা ময়দানে প্রার্থনা করেছে মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা। অ্যাডিলেডের বোনিথন পার্কে হয় এই উন্মুক্ত প্রার্থনা। খবর ডেইলি মেইলের।
৫০ জনেরও বেশি নারী-পুরুষ ও শিশু বৃষ্টির জন্য এই আরাধনায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন যাজক প্যাট্রিক ম্যাকেইনারনি। তিনি ক্রিশ্চিয়ান ও মুসলিম সম্পর্ককেন্দ্রে রয়েছেন।
প্যাট্রিক ম্যাকেইনারনি বলেন, আজ আমি মুসলিম ভাই ও বোনদের সঙ্গে প্রার্থনা করেছি বৃষ্টির জন্য।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে শুরু হওয়া দাবানলে ২৬ জনের মৃত্যু হয়েছে। মারা গেছে ৫০ কোটি বন্যপ্রাণী। কয়েক হাজার ঘরবাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে।
নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, তাসমানিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, পশ্চিম অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে খেয়েছে অন্তত ৫০ লাখ হেক্টর জমি।