Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু


৫ জানুয়ারি ২০২০ ১৭:৫৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৮:০০

ঢাকা: রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

রোববার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জুরাইনের বউবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে ওই পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওই পথচারীকে ঢামেক হাসপাতালে যারা নিয়ে এসেছিলেন, তাদের একজন রেজাউল হক। তিনি জানান, অজ্ঞাত ওই ব্যক্তি বউবাজার রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো ওই ব্যক্তির পরনে ছিল ফুলহাতা চেক গেঞ্জি ও চেক লুঙ্গি। তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

ট্রেন দুর্ঘটনা ট্রেনের ধাক্কা পথচারীর মৃত্যু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর