‘সেদিন তো ম্যাডামের শরীর প্রায় কলাপ্সড হয়ে যাচ্ছিল’
৫ জানুয়ারি ২০২০ ১৭:৫৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ২১:৩০
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থা খুবই খারাপ। তার পায়ে অসম্ভব ব্যাথা হচ্ছে। বাম হাতের অবস্থাও খারাপ। তিনি উঠতে পারছেন না, বসতেও পারছেন না। সেদিন তো ম্যাডামের শরীর প্রায় কলাপ্সড হয়ে যাচ্ছিল। এভাবে আর কতদিন? জামিন না দিয়ে উনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন।
সেলিমা ইসলাম বলেন, ‘এমন অসুস্থ মানুষের তো সঠিক চিকিৎসা দরকার; এখানে যা হচ্ছে না। এভাবে চললে কেমন করে বাঁচবে সে। তার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে। সেদিন তার ফাস্টিং ছিল ১৫, আর আজ ১৮। তার হাত বাঁকা হয়ে গেছে, যা সোজা করতে পারছেন না। পায়ের হাঁটুতেও ব্যাথা আছে। হাঁটু ফুলে গেছে তাই পাও ফেলতে পারছেন না।’
জামিনের বিষয়ে খালেদা জিয়া কোনো মন্তব্য করেননি জানিয়ে তিনি বলেন, ‘তার কথা বলতেও কষ্ট হচ্ছে। তিনি খেতে পারছেন না কিছুই। খেলেই বমি হয়ে যাচ্ছে। ডাক্তাররা আজ এসেছিল। ওষুধও দিয়েছে। কিন্তু কাজ করছে না। তার উন্নত চিকিৎসা দরকার।’
তিনি আরও বলেন, ‘পরিবার থেকে আমরা চাচ্ছি, চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে। তিনি তো চাইবেনই সুস্থ হওয়ার জন্য তার উন্নত চিকিৎসা হোক। তাই তার মত থাকাই বাঞ্চনীয়।’
সেলিমা রহমান আরও বলেন, ‘আমরা কাছে গেলে তার কিছুটা ভালো লাগে। কিন্তু দেখা করার অনুমতিই পাওয়াই কঠিন ব্যাপার। ম্যাডাম দেশের মানুষকে উনার জন্য দোয়া করতে বলেছেন।’ আসন্ন সিটি করপোরেশন নিয়ে খালেদা জিয়া কোনো কিছু বলেননি বলেও জানান তিনি।
এর আগে দুপুর ৩টার দিকে খালেদা জিয়ার স্বজনরা তাকে দেখতে বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন। তার স্বজনদের মধ্যে ছিলেন- বোন সেলিমা ইসলাম, পুত্রবধু শর্মিলা রহমান, নাতি সামিন ইসলাম ও রাখিন ইসলাম, নাতনী জাহিয়া রহমান ও আরিবা ইসলাম।
উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।