Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রদলকে বিতর্কিত করতেই ঢাবিতে ককটেল বিস্ফোরণ’


৫ জানুয়ারি ২০২০ ১৭:৫০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৭:৫৪

ঢাবি: ক্যাম্পাসে ছাত্রদলকে বিতর্কিত করতেই বারবার ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের মতো আমরাও এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন বলে জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (৫ জানুয়ারি) ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমরা প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ের জন্য ক্যাম্পাসে আসি। আবার চলে যাই। ককটেল বিস্ফোরণের মতো জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রদলের ন্যুনতম কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এর আগে, ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ শুরুর আগে অপরাজেয় বাংলার পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর বিক্ষোভ মিছিল শুরু হলে পৌনে ১১টার দিকে মধুর ক্যান্টিনের পাশে আরও দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলায় প্রায় শতাধিক কর্মীকে আহত করা হয়েছে এবং শতাধিক কর্মী গ্রেফতার হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্রকে পুনরুদ্ধার সম্ভব হবে না। আমি আশা করছি শিক্ষার্থীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং দেশনেত্রীকে মুক্ত করবে।’

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘১ জানুয়ারি দেশব্যাপী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পদক্ষেপ নিলেও স্বৈরাচারী সরকারের পুলিশ লীগ ও ছাত্রলীগের হামলায় আয়োজন ভেস্তে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

এসময় ছাত্রদলের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান সজিব, সাংগঠনিক সম্পাদক সায়েফ মাহমুদ সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন

ককটেল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর