পরিকল্পনা করে মার্কিন হামলার জবাব: আইআরজিসি
৫ জানুয়ারি ২০২০ ১৭:১২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৭:৪১
ইরানের সামরিক নেতা কাসেম সোলাইমানিকে হত্যার জবাব দেওয়া হবে পরিকল্পনা করে ও সময় নিয়ে। এ ব্যাপারে তেহরান ধৈর্যের পরিচয় দিবে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এর বিগ্রেডিয়ার জেনারেল আবলফজল সেকারচি।
শনিবার ( ৪ জানুয়ারি) তিনি এই মন্তব্য করেন। খবর প্রেস টিভির।
আবলফজল বলেন, আমরা পরিকল্পনা প্রস্তুত করব। ধৈর্য ধরে শক্তভাবে এই হামলার জবাব দিব।
নিজেদের সুরক্ষায় সর্বশক্তি তেহরান ব্যবহার করবেন বলেও জানান তিনি।
আবলফজল অভিযোগ করেন, এই ঘটনার ফলে মার্কিনিদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা দায়েশ সন্ত্রাসীদের সমর্থন করে তা পরিষ্কার। কাসেম সোলায়মানি ও আল-মুহান্দিস দায়েশ জঙ্গিদের পরাজিত করেছিল।
এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের জনগণ মার্কিনবিরোধী মনোভাবে ভীত হবে না বলেও মন্তব্য করেন বিগ্রেডিয়ার জেনারেল আবলফজল।
প্রসঙ্গত শুক্রবার বাগদাদ এয়ারপোর্ট এলাকায় ড্রোন থেকে গাড়িতে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা হত্যা করে ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস্ ফোর্স কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি, ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহাদি আল-মুহান্দিসসহ অন্তত ৮ জনকে।
প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এই মিশনের নির্দেশ দেন। হোয়াইট হাউজ কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী হিসেবে গণ্য করে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘যুদ্ধাবস্থা’ বিরাজ করছে।
আরও পড়ুন:-
সোলাইমানির মরদেহ আহভাজে, রাজপথে শোকস্তব্ধ লাখো ইরানি
ইরাকে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, যাচ্ছে ৩ হাজার সেনা
হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ
রাশিয়ার ‘সংহতি’, চীনের ‘সংযম’, তবে ইরান চায় ‘প্রতিশোধ’
যুদ্ধের আশঙ্কা ইরাকের, কুদস্ ফোর্সের নতুন কমান্ডার ইসমাইল কোয়ানি
সোলাইমানি হত্যা: ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান
যুদ্ধ শুরু নয়, থামাতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প
ইরাক ইরান জেনারেল কাসেম সোলাইমানি ডোনাল্ড ট্রাম্প মিসাইল হমালা মিসাইল হামলা যুক্তরাষ্ট্র যুদ্ধ