Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মেলা: এখনও প্রস্তুত নয় অধিকাংশ প্যাভিলিয়ন ও স্টল


৫ জানুয়ারি ২০২০ ১৭:০৭

ঢাকা: ২৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি থেকে শুরু হলেও এখনও প্রস্তুত হয়নি অধিকাংশ প্যাভিলিয়ন ও স্টল। অধিকাংশ প্যাভিলিয়ন ও স্টলে চলছে শেষ মুহূর্তের ঘষা-মাজা ও নির্মাণের কাজ। ফলে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো যেমন নিজেদের মেলে ধরতে পারছে না তেমনি ক্রেতাদের আনাগোনো খুব একটা নেই বললেই চলে।

রোববার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক বাণিজ্যমেলা ঘুরে দেখা যায়, বেশিরভাগ প্যাভিলিয়ন ও স্টলে কাজ চলছে। কিছু কিছু প্যাভিলিয়ন ও স্টলে মালামাল তুলতে ব্যস্ত সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের কর্মীরা। এছাড়া বড় বড় প্যাভিলিয়নগুলোর বাইরের কাজ শেষ হলেও ভেতরে এখনও চলছে গোছানোর কাজ।

বিজ্ঞাপন

এদিকে মেলায় প্রস্তুত নয় ডিজিটাল তথ্য কেন্দ্র ও রফতানি উন্নয়ন ব্যুরো। যেখান থেকে ডিজিটাল ম্যাপ, ওয়ে ফাইন্ডিং (চলাচলের রাস্তা) ও ডিরেক্টরির (নির্দেশনা) সেবা দেওয়া হয়। ডিজিটাল তথ্য কেন্দ্রে কোনো কর্মী কিংবা প্রয়োজনীয় যন্ত্রপাতির উপস্থিতিও দেখা গেল না। বেশিরভাগ জায়গায়ই কাজ চলছে। অপরদিকে রফতানি উন্নয়ন ব্যুরোর ভেতরেও চলছে কাজ।

মেলায় প্রবেশ করে একটু সামনে গেলেই মার্কসের প্যাভিলিয়ন। বাইরে এখনও টাইলস ও মেরামতের কাজ চলছে। সেখানে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে চাইলে কেউ রাজি হননি। সেখান থেকে একটু সামনে এগোলেই নিউ এনটিক ফার্নিচার প্যাভিলিয়ন। সেখানেও চলছে মেরামতের কাজ। প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মী সাজ্জাদুল সারাবাংলাকে বলেন, ‘মেলার কিছুদিন আগে প্যাভিলিয়ন পেয়েছেন। সেজন্য তাদের গুছিয়ে উঠতে একটু সময় লাগছে।’

বড় বড় প্যাভিলিয়ন ও স্টলগুলোর বাইরের কাজ শেষ হলেও ভেতরের কাজ চলমান রয়েছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, তাদের পুরোপুরি প্রস্তুত হতে আরও ৪-৫ দিন সময় লাগবে।

বিজ্ঞাপন

‘মেলার ৫ম দিনেও অধিকাংশ প্যাভিলিয়ন ও স্টল প্রস্তুত নয়’- এ বিষয়ে জানতে চাইলে মেলার সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক (ফিন্যান্স) মো. আবদুর রউফ সারাবাংলাকে বলেন, ‘মেলার প্রথম সপ্তাহ গোছাতে এবং প্রতিষ্ঠানগুলোর প্রস্তুত হতে লেগে যায়। এরপর দ্বিতীয় সপ্তাহ থেকে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরে। আমরা আশা করছি, আর ২ থেকে ৩ দিনের মধ্যে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পুরোপুরি প্রস্তুত হবে।’

উল্লেখ্য, ১ জানুয়ারি শুরু হওয়া এই বাণিজ্য মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবে। মেলায় প্রবেশে টিকিটের মূল্য প্রাপ্ত বয়স্ক ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্ক ২০ টাকা। মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৪৮৩টি। যার মধ্যে প্যাভিলিয়ন ১১২টি, মিনি প্যাভিলিয়ন ১২৮টি ও বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি। বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি এবং বিদেশি প্রিমিয়ার স্টলের সংখ্যা ১৭টি। মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশ নিয়েছে।

প্যাভিলিয়ন প্রস্তুত হয়নি বাণিজ্য মেলা স্টল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর