সোমবার বসছে পদ্মাসেতুর ২১তম স্প্যান
৫ জানুয়ারি ২০২০ ১৬:৫৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ২১:৩১
ঢাকা: পদ্মাসেতুর ২১তম স্প্যান বসবে আগামীকাল সোমবার (৬ জানুয়ারি)। এর মাধ্যমে তিন কিলোমিটারের বেশি লম্বা সেতু কাঠামো দৃশ্যমান হবে। এছাড়া চলতি মাসে আরও তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা করা হয়েছে।
পদ্মাসেতু প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, সেতুর মোট ৪২টি পিয়ারের মধ্যে ৩৬টি পিয়ারের কাজ শতভাগ শেষ হয়েছে। বাকি রয়েছে ৬টি পিয়ার (৮, ১০, ১১, ২৬, ২৭, এবং ২৯)। এসব পিয়ারের কাজ এপ্রিলে পুরোপুরি শেষ হবে। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ২০টি স্প্যান স্থাপন করা হয়েছে।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, জানুয়ারি মাস থেকে প্রতিমাসে ৩টি করে স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসে গড়ে উঠবে সেতুর সড়ক পথ। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। পদ্মাসেতুতে ৪২টি পিয়ারের ওপর বসবে ৪১টি স্প্যান।
২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মাসেতুর নির্মাণ কাজ। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দু’তলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০২১ সালের জুনে সেতুর সব কাজ শেষ হবে তখনই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বাংলাদেশের সবচেয়ে বড় পদ্মা বহুমুখী সেতু।