এ বছর সাড়ে ৭ লাখ জনশক্তি রফতানির পরিকল্পনা সরকারের
৫ জানুয়ারি ২০২০ ১৬:২৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৬:৪৭
ঢাকা: ২০২০ সালের মধ্যে সাড়ে ৭ লাখ জনশক্তি রফতানি করবে সরকার। একইসঙ্গে চালু হবে পাঁচ থেকে ছয়টি নতুন শ্রমবাজার। রোববার (৫ জানুয়ারি) নতুন বছরে সরকারের শ্রমবাজার পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এসব তথ্য জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আগামী একবছরে সাড়ে সাত লাখ জনশক্তি রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই সময়ে আরও অন্তত পাঁচ থেকে ছয়টি শ্রমবাজার চালু করা হবে। এছাড়া বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালু করার উদ্যোগ নেবে সরকার।’
২০১৯ সালে ৬ লাখ ৫০ হাজার কর্মীকে বিদেশ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। সেখানে ৭ লাখ ১ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। যা লক্ষ্যমাত্রার থেকে অর্ধ লাখের বেশি বলেও জানান মন্ত্রী।
জেলাভিত্তিক কর্মসংস্থান বিশ্লেষণে করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী পাঠানোয় সর্বোচ্চ জেলার মধ্যে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, টাংগাইল ও ঢাকা। এদের মধ্যে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদি আরব। এরপর রয়েছে ওমান, কাতার এবং সিংগাপুর।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার চালু হতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু বিলম্ব হচ্ছে কিছু নীতিগত বিষয় সমন্বয়ের জন্য। তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলাপ হচ্ছে। আমরা বরাবরই বলে আসছি বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য শতভাগ চুক্তি অনুসরণ করতে হবে। আরও কিছু বিষয় নিয়ে আলাপ প্রক্রিয়াধীন রয়েছে।’
আমাদের অনেক শ্রমিক বিদেশে গিয়ে অবৈধভাবে অন্য দেশে প্রবেশের চেষ্টা করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেকে ভ্রমণ ভিসা থেকে অন্য দেশে পালিয়ে যান। এসব কারণে অনেক দেশের সঙ্গে শ্রমবাজার বিষয়ক আলোচনার অগ্রগতি হয় না। এই চরিত্র বদল করতে পারলে দেশের জন্য মঙ্গল হবে।’
রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টসের (আরবিএম) এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব মো. সেলিম রেজা।