Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ হাজার টাকা ছাড়াল সোনার ভরি


৫ জানুয়ারি ২০২০ ১৪:১৫

ঢাকা: আবার বেড়েছে সোনার দাম। রোববার (৫ ডিসেম্বর) থেকে প্রতিভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ৬০ হাজার ৩৬১ টাকায়।

শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, ‘বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি ৫ জানুয়ারি থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

সেই হিসেবে রোববার থেকে ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেট ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৪০ হাজার ২৪১ টাকা ভরিপ্রতি বিক্রি হবে। তবে রুপা আগের মূল্য ৯৩৩ টাকা ভরিপ্রতি বিক্রি হবে। তবে শনিবার ২২ ক্যারেট সোনার ভরি ছিল ৫৯ হাজার ১৯৫ টাকা।

সোনার দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল সারাবাংলাকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমাদের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় থাকে না। সুতরাং বৈশ্বিক বাজারে দাম বাড়লে আমাদেরও দাম বাড়াতে হয়। নতুন মূল্য আজ থেকে কার্যকর হবে।

৬০ হাজার ভরি সোনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর