লিবিয়ায় সামরিক স্কুলে হামলায় ২৮ ক্যাডেট নিহত
৫ জানুয়ারি ২০২০ ১১:০২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১১:২৪
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক সামরিক স্কুলে বিমান হামলায় অন্তত ২৮জন ক্যাডেটের মৃত্যু হয়েছে। এ হামলায় বহু ক্যাডেট আহত হয়েছেন। খবর বিবিসি।
সামরিক স্কুলটিতে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে লিবিয়ার সেনা কর্মকর্তা জেনারেল খালিফা হাফতারের অনুসারী বিদ্রোহী বাহিনী এ হামলা চালিয়েছে। খবর বিবিসি।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, রাজধানী ত্রিপোলির একটি সামরিক স্কুলে বিমান হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বহু ক্যাডেট আহত হয়েছেন।
ঘটনাস্থলের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, স্কুলে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ার সাবেক শাসক মোয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে কোনো সরকার পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। জেনারেল হাফতার দেশটির জাতিসংঘ সমর্থিত বর্তমান সরকারকে উৎখাতের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গতবছরের এপ্রিলে লিবিয়ার সরকার উচ্ছেদ করার লক্ষ্যে জেনারেল হাফতার রাজধানী ত্রিপোলিতে এক সেনা অভিযান পরিচালনা করেছিলেন।