Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মেলায় ভ্যাট সেবা বুথ, প্রতিটি স্টল মনিটরিংয়ের আওতায়


৫ জানুয়ারি ২০২০ ০১:১৩

ঢাকা: মূল্য সংযোজন কর (ভ্যাট) সংক্রান্ত সেবা দিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বা বুথ স্থাপন করেছে ঢাকা পশ্চিম জোনের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। একইসঙ্গে মেলায় ভ্যাট ফাঁকি রোধে টহল টিম গঠন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান বাসসকে বলেন, মেলায় আগত প্রতিষ্ঠানগুলোর জন্য অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রাপ্তি সহজ করার পাশাপাশি ভ্যাট সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান দিতেই তাদের এই উদ্যোগ। এই বুথ থেকে প্রতিষ্ঠানগুলো ভ্যাট সংক্রান্ত যে কোন ধরনের সেবা নিতে পারবে। এছাড়া বুথে এসে ক্রেতা বা অন্য যে কেউ ভ্যাট সংক্রান্ত অভিযোগ জানালে দ্রুত তার সমাধান দেওয়া হবে।

বিজ্ঞাপন

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো ঠিকমত নতুন ভ্যাট আইন অনুযায়ী ভ্যাট দিচ্ছে কিনা সেটি দেখতেও কাজ করছে রাজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৮টি টহল দল। তারা মেলা মনিটারিং এর পাশাপাশি প্রতিটি স্টলের পণ্য বিক্রির রশিদ ও ভ্যাট পরিশোধের চালান খতিয়ে দেখবে।

গতবছর বাণিজ্য মেলা থেকে প্রায় ৭ কোটি টাকার ভ্যাট আয় হয়েছিল জানিয়ে মইনুল খান আশা প্রকাশ করেন যে এবার আরও বেশি ভ্যাট পাওয়া যাবে।

টপ নিউজ বাণিজ্য মেলা ভ্যাট ভ্যাট সেবা বুথ মনিটরিং

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর