ভারপ্রাপ্ত থেকে ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্বে জয়-লেখক
৪ জানুয়ারি ২০২০ ১৭:৪৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ২০:৪৮
ঢাকা: ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সংগঠনটির সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ ঘোষণা দেন।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এই দুই নেতাকে ভারমুক্ত করার প্রস্তাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ভাষণদানকালে এই প্রস্তাবে সম্মতি দেন শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যের পূর্বে ওবায়দুল কাদের বলেন, ‘আমি একটি বিষয় বলতে ভুলে গেছি। এটি একটু বলে নিই। নেত্রী, আমাদের ছাত্রলীগের অভিভাবক। আমাদের সকলের অভিভাবক। তার কাছে আবেদন করছি, ছাত্রলীগ বর্তমানে ভারপ্রাপ্ত দিয়ে চলছে। এই ভারপ্রাপ্ত এটি কেমন শোনায়? ভারপ্রাপ্তকে আজকে একটু ভারমুক্ত করে দেবেন, এটাই আমাদের আবেদন।’
এরপর আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ছাত্রলীগের সাবেক সভাপতি, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) তিনি একখানা প্রস্তাব দিয়েছেন। বর্তমান কমিটিকে ভারমুক্ত করা। তাই আমি ভারমুক্ত করে দিলাম।’
শেখ হাসিনা আরও বলেন, ‘কারণ অনেক দিন থেকে ৪ জানুয়ারি আমার আসা হয় না। ২০২০ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুজিববর্ষ উদযাপন করব। ১০জানুয়ারি থেকে কাউন্টডাউন শুরু হবে। ১৭মার্চ থেকে আমরা মুজিববর্ষের বিভিন্ন অনুষ্ঠান পালন করবো। যেহেতু এই ৪ জানুয়ারি তার হাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, তাই আজকের দিনে সে কারণে আমি বলেছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকব।’
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘ছাত্রলীগের সভাপতি আর সাধারণ সম্পাদক এখন আর ভার না। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা ভারমুক্ত হলো।’
ছাত্রলীগের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনটির সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা।
উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বরে আল নাহিয়ান জয় ও লেখক ভট্টাচার্যকে ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হয়। এতদিন তারা ভারপ্রাপ্ত হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। প্রায় চার মাস পর ছাত্রলীগের এই দুই নেতা পূর্ণাঙ্গ পদ পেলেন।
আগামী সম্মেলন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় এই দুই নেতা।
৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগের কমিটি জয় লেখক