Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারো কারো ওপর প্রার্থিতা প্রত্যাহারের চাপ আসছে, অভিযোগ ইশরাকের


৪ জানুয়ারি ২০২০ ১৬:২৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ১৬:৩১

ঢাকা: প্রশাসনের কিছু কর্মকর্তার সহায়তায় বিএনপির কাউন্সিলর প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে ক্ষমতাসীন দলের প্রার্থীরা চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগের কথা বলেন। এর আগে, রাজধানীর গোপীবাগে রিটার্নিং অফিসারের কাছে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের হুমকি, গ্রেফতার এবং হয়রানির বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানান তিনি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও রিটার্নিং অফিসার আবদুল বাতেন বিএনপির মেয়রপ্রার্থীর লিখিত অভিযোগ গ্রহণ করেন। অভিযোগের বিষয়ে ইশরাক হোসেন রিটার্নিং অফিসারকে বলেন, ‘আমাদের কাউন্সিলর প্রার্থীরা হুমকি, গ্রেফতার এবং নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এজন্য আপনার কাছে আমরা লিখিত অভিযোগ জানাতে এসেছি।’

উত্তরে রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেন, ‘আপনাদের অভিযোগ আমরা গ্রহণ করলাম এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’

পরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় ইশরাক সাংবাদিকদের বলেন, ‘প্রশাসনের কিছু কর্মকর্তার সহায়তায় বিএনপির কাউন্সিলর প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের চাপ দিচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থীরা। এ বিষয়ে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি।’ তবে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ করলেও কে বা কারা হুমকি দিয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি মেয়র প্রার্থী ইশরাক।

টপ নিউজ ঢাকার দুই সিটি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার বিএনপি প্রার্থী ইশরাক হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর