আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে খালেদা জিয়া নির্দোষ: ফখরুল
৪ জানুয়ারি ২০২০ ১৫:২৪ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ১৬:৫৫
ঢাকা: নাইকো দুর্নীতি মামলায় কানাডার আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্দোষ রায় দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত কবির মুরাদের স্মরণে এ সভা আয়োজন করে জিয়া পরিষদ।
মির্জা ফখরুল বলেন, ‘নাইকো চুক্তিতে কোনো দুর্নীতি হয়নি। এ মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্দোষ বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের জড়িত করা হয়েছে তারাও নির্দোষ।’
তিনি জানান, তিন সদস্যের আইসিএসআইডির সালিশি ট্রাইব্যুনালের সদস্যরা হলেন মাইকেল ই. স্নাইডার (ট্রাইব্যুনালের সভাপতি, উভয়পক্ষের নিয়োগ), প্রফেসর ক্যাম্পবেল ম্যাকলাহান কিউসি (বাংলাদেশ পক্ষের নিয়োগ) এবং প্রফেসর অ্যান পলসন (নাইকো পক্ষের নিয়োগ)। এরা সবাই বিদেশি।
মির্জা ফখরুল বলেন, ‘নাইকো দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক আদালতে যে মামলাটা হয়েছে, তা গোপন করেছে এ সরকার। সে মামলায় আন্তর্জাতিক আদালতে অল রেডি রায় হয়েছে। এ মামলার রায়ে বলা হয়েছে নাইকো চুক্তিতে কোনো ধরনের দুর্নীতি হয়নি এবং খালেদা জিয়াসহ অন্যায়ভাবে যাদেরকে এ মামলার সাথে যুক্ত করা হয়েছিল তারা সম্পূর্ণ নির্দোষ।’
‘আপনাদেরকে আমি অনুরোধ করব, এ বিষয়টা সবাই একটু জানার চেষ্টা করবেন। আমি ছোট্ট করে একটু বলতে চাই, এখানে বলা হয়েছে ট্রাইব্যুনালের রায়ের বিষয়টি যেন জনসম্মুখে প্রকাশ না করা হয় এজন্য ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ফর সেটেলমেন্ট অব ইনভেসমেন্টসকে চাপ দিয়েছে সরকার। যেন বেগম জিয়াকে নির্দোষ বলে রায় দেওয়া হয়েছে এটা প্রকাশ করা না হয়’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এ মামলায় আন্তর্জাতিক আদালতে যারা বিচারক ছিলেন তারা সবাই বিদেশি। আমাদের সরকারও সেখানে ছিল। তারা অভিযোগ নিয়ে গিয়েছিল। শুনানির শেষে তারা বলেছেন নাইকো সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং বেগম খালেদা জিয়ার এখানে কোনো সংশ্লিষ্টতা নেই এবং এখানে যাদের আসামি করা হয়েছে তাদের দুর্নীতির কোনো প্রমাণ তারা করতে পারেনি।’
‘এ ধরনের যতগুলো মামলা দেওয়া হয়েছে সবগুলো মামলা মিথ্যা মামলা’— এমন দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘তারেক রহমানকেও যে সকল মামলায় জড়ানো হয়েছে তার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সরকার দীর্ঘ সময় ধরে বলে আসছে- তারেক রহমান দুর্নীতির সঙ্গে জড়িত। অথচ আজ পর্যন্ত তারা একটিরও প্রমাণ করতে পারেনি। একটি মামলায় মামলার বিচারক তাকে নির্দোষ বলে রায় দেওয়ার কারণে ওই বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’
সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ করায়ত্ত করে রেখেছে অভিযোগ করে তিনি বলেন, ‘একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ও সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে। আজকে বাংলাদেশ বলতে যে রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদেরকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তবে লক্ষ্য করবেন সবচেয়ে নিম্নমানের লোকজনগুলোকে নিয়ে এসে শুধু মাত্র রাজনৈতিক কারণে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাস কোর্স, থার্ড ক্লাস এ সকল লোকজনকে নিয়ে এসে ভাইস-চ্যান্সেলর বানানো হচ্ছে এবং রাজনৈতিক ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।’
‘একইভাবে এখন বিচারক নিয়োগ দেওয়া হয়, বিসিএসে রিক্রুটমেন্ট করা হয়। এভাবে সকল প্রতিষ্ঠান তারা তাদের নিজেদের আয়ত্তে আনার জন্য দলীয়করণ করছে’— বলেন মির্জা ফখরুল
দেশের অর্থনীতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার বাইরে থেকে ঢোল বাজায় উন্নয়ন উন্নয়ন কিন্তু ভেতর একদম ফাঁকা। এই রাষ্ট্রকে পরিপূর্ণ ভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগ সব ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেছে।’
তিনি বলেন, ‘নির্বাচন এসেছে অনেকেই প্রশ্ন করছেন বিগত নির্বাচনে এই অবস্থার পরেও আপনারা নির্বাচনে গেছেন কেন? আমরা বলেছি নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে এই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে চাই। আমাদের নির্বাচনে যেতে হবে ও নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের কাছে যাব এবং জনগণকে সঙ্গে নিয়েই এই সরকারকে আমরা নিয়মতান্ত্রিকভাবে পরাজিত করব। এটাই আমাদের কাজ এ কাজটি আমরা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, আমরা সফল হব কারণ জনগণের যে শক্তি সেই শক্তির কাছে সকল অপশক্তি পরাজিত হয়।’
জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম সলিমুল্লাহ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি’র চেয়ারম্যান শামছুজ্জামান দুদু।
খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলা ফখরুল বিএনপির মহাসচিব সালিশি আদালত