ফ্রান্সে ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু, হামলাকারী নিহত
৩ জানুয়ারি ২০২০ ২১:১৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ০৮:১৮
ফ্রান্সের প্যারিসের নিকটবর্তী একটি শহরে বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে অন্তত ১জন মারা গেছেন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী।
প্যারিস থেকে ৭ কিলোমিটার দূরে ভিলেজুফি শহরে এই ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যম এক্সপ্রেস এ তথ্য জানায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সুসাইড ভেস্ট পরে স্থানীয় পার্কে পথচারীদের ওপর ছুরি হামলা চালায় হামলাকারী। পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
ঘটনাস্থল হাউতেস-বুয়েরিস এর ওই এলাকা থেকে সকলে দূরে থাকতে বলা হয়েছে।