Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজেএফবি’র নতুন সভাপতি হুমায়ুন, সম্পাদক আরিফ


৩ জানুয়ারি ২০২০ ১৯:৫১

ঢাকা: পরিকল্পনা ও উন্নয়ন বিটের সাংবাদিকদের সংগঠন ‘ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (ডিজেএফবি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) সংগঠনটির নতুন কমিটি গঠিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন হুমায়ুন কবীর (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস)। এছাড়া সহ-সভাপতি হয়েছেন হামিদ-উজ-জামান (যুগান্তর), জাহিদুল ইসলাম (বিজনেস স্টান্ডার্ড), হাসিবুল ইসলাম (রাইজিংবিডি), প্রচার ও গবেষণা সম্পাদক সাইদ রিপন।

ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান (কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মফিজুল সাদিক (বাংলানিউজ), সদস্য পদে নির্বাচিত হয়েছেন জহির রায়হান (দৈনিক ঢাকা টাইমস), সুশাস্ত মিনহা (যমুনা টিভি) আবুসাইম ( আলোকিত বাংলাদেশ)।

তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এএফপি‘র ব্যুরো চিফ ম. শফিকুল আলম এবং কমিশনার হিসেবে ছিলেন সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব ও বিআইবিএমের পাবলিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার খান এ মামুন।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি তার বক্তৃতায় বলেন, ‘৮০ এর দশকে উন্নয়ন ছিল এনজিও ওয়ারিয়েন্টেটেড এখন উন্নয়ন চলে এসেছে সরকার ওয়ারিয়েন্টেটেড। সরকার অনেক অবোকাঠামো তৈরি করছে, যেগুলোর বিষয়ে রিপোর্ট সংবাদমাধ্যমে আসছে।’

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে সংগঠিত হয়েছেন এটিকে আমরা স্বাগত জানাই।’

বিজ্ঞাপন

আরও অতিথি ছিলেন ড. শামসুল আলম, সদস্য (সিনিয়র সচিব) জিইডি, মো. নুরুল আমিন, সচিব, পরিকল্পনা বিভাগ; সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ; জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সারাবাংলা ডটনেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের অনেক সংগঠন আছে। আমাদের দেখতে হবে, আমরা কতটুকু পেশাদারিত্ব বজায় রাখতে পারছি। আমি আশা করব, এই সংগঠনটির মাধ্যমে সাংবাদিক সমাজে সুন্দর একটি বার্তা পৌঁছাবে। আপনারা যে সাহস নিয়ে এত সুন্দরভাবে একত্রিত হয়েছেন এটি প্রশংসিত।’

সারাবাংলা ডটনেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘আপনারা এমন একটি সংগঠন করেছেন, এটি আমার ভালো লেগেছে। আমরা ৮০ এর দশকে এরকম একটি সংগঠন শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আপনারা সংগঠিত হয়েছেন। আমি আশা করি, এতে আপনাদের পেশাগত দক্ষতা আরও বাড়বে।’

আরিফুর রহমান এম এ মান্নান ডিজেএফবি পরিকল্পনা মন্ত্রণালয় সারাবাংলা ডটনেট সৈয়দ ইশতিয়াক রেজা হুমায়ুন কবীর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর