Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা


৩ জানুয়ারি ২০২০ ১৮:৪০

লক্ষ্মীপুর: সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা দেওয়া হয়।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সড়ক দুর্ঘটনায় নিহত চার জনের স্বজনদের হাতে নগদ ৮০ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রেদোয়ান আরমান শাকিল ও এনডিসি বনি আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে মজুপুর পল্লীবিদ্যুৎ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় নির্মাণ শ্রমিক রফিক, খোরশেদ, মফিজ উল্লাহ ও আব্দুল নুরসহ ৪ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

আর্থিক সহায়তা জেলা প্রশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর