Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁধ নির্মাণে আসছে সাড়ে ১০ হাজার কোটি টাকার প্রকল্প: জাহিদ ফারুক


৩ জানুয়ারি ২০২০ ১৭:৫৫

ঢাকা: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় ৪ হাজার ৪৫১ কিলোমিটার বাঁধ নির্মাণে প্রায় ১০ হাজার ৫৪৬ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে মন্ত্রণালয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলার বাঁধ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিং প্রকল্প চলমান রয়েছে। এর বাইরে সারাদেশে অভিযান চালিয়ে আমরা প্রায় সাড়ে ৫ হাজার স্থাপনা উচ্ছেদসহ ৫৬৬ একর জমি উদ্ধার করেছি। এছাড়া পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট ও পিরোজপুরের জন্য চলমান পৃথক প্রকল্পের আওতায় এরই মধ্যে আমরা ১৯০ কিলোমিটারের বেশি বাঁধ নির্মাণে সক্ষম হয়েছি।’

বাঁধ পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজস্ব) মাহমুদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ মালেক পানি সম্পদ মন্ত্রণালয় প্রকল্প বাঁধ নির্মাণ