Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় কার্গো ডুবি, ১৪ নাবিক উদ্ধার


৩ জানুয়ারি ২০২০ ১৭:৪৭

বাগেরহাট: মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকায় নিউ পারভীন-২ নামক সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনার পর ওই কার্গো জাহাজের ১৪ জন নাবিককে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা নিরাপদে উদ্ধার করেছে। পরে তাদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় বন্দরের চ্যানেল নিরাপদ রয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, ঘন কুয়াশায় দিক হারিয়ে কার্গো জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। তিনি কোস্টগার্ডে দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে কোস্টগার্ডের টহলরত সদস্যরা সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে দুবলারচর ক্যাম্পে আনা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত নাবিকরা হলেন জামাল হোসেন, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ,উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ও   ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলায়।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভীন-২’ নামে এই কার্গো জাহাজ মংলা বন্দরের দিকে আসছিল। মাঝখানে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে কার্গো জাহাজটি ডুবে গেলেও বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে।

বিজ্ঞাপন

কার্গো ডুবি টপ নিউজ মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর