Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় কাঠমিস্ত্রীর মৃতদেহ উদ্ধার


৩ জানুয়ারি ২০২০ ১৫:৫৫

বগুড়া: বগুড়ার কাহালুর জাঙ্গালপাড়ার একটি আলু ক্ষেত থেকে আলম মণ্ডল (২৪) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে স্থানীয়দের খবরে কাহালু থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

মৃত আলম মণ্ডল বগুড়ার শিবগঞ্জ উপজেলার নলডুবি গ্রামের লাল চাঁন মণ্ডলের ছেলে। আলম মণ্ডল পেশায় কাঠমিস্ত্রী। তিনি দুপচাঁচিয়া বাজারে কাজ করতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ জাঙ্গালপাড়ার একটি আলু ক্ষেত থেকে ওই মৃতদেহ উদ্ধার করে। লাশের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

কাহালু থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

কাহালু বগুড়া লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর