Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যত বাধাই আসুক নির্বাচন থেকে সরবেন না ইশরাক


৩ জানুয়ারি ২০২০ ১২:৫৪ | আপডেট: ৩ জানুয়ারি ২০২০ ১৫:৩৬

ঢাকা: যত বাধাই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলীতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান ইশরাক। বৈঠকে রিটার্নিং কর্মকর্তার কাছে সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার কাছে করা অভিযোগ প্রসঙ্গে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক তাকে হুমকি দেয়। এ দুই অভিযোগ আমরা মৌখিকভাবে রির্টানিং কর্মকর্তার কাছে জানিয়েছি। শনিবার আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করবো।’

পরে সাংবাদিকদের কাছে ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি ভীত নই, বরং আমার মনোবল আরো শক্ত হচ্ছে। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে থাকব।’

‘বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা কেউ পালিয়ে যাওয়ার মতো নন। কিন্তু হয়রানি মূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।’ যোগ করেন ইশরাক।

বৈঠক শেষে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন ইশরাক হোসেনের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচনি মাঠে সবাই সমান। অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে ছাড় দেবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপির প্রার্থী মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। তারা লিখিতভাবেও অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আমরা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।’

টপ নিউজ ডিএসসিসি নির্বাচন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর