Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

#GoBackModi: ভারতজুড়ে মোদিবিরোধী টুইটার ঝড়


৩ জানুয়ারি ২০২০ ১২:০২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২০ ১৫:৩৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানেই যাচ্ছেন #GoBackModi হ্যাশট্যাগ তার পিছু ছাড়ছে না। তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড প্রত্যেকটি রাজ্যেই মোদি নির্বাচনি প্রচারণা বা প্রকল্প উদ্বোধনের জন্য মোদি গিয়েছেন, তার সঙ্গে গিয়েছে #GoBackModi।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নরেন্দ্র মোদি কর্ণাটকে পৌঁছানোর পর থেকে শুক্রবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত #GoBackModi হ্যাশটাগ ৬৬ হাজার বার ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগে মাধ্যম টুইটারে। স্থানীয় অধিকার কর্মী, নাগরিকরা একজোট হয়ে ‘হাম ভারত কে লোগ’ নামের একটি প্লাটফর্ম গঠন করেছেন। তাদের পরিকল্পনায়ই এই মোদিবিরোধী টুইটার ঝড় উঠেছে। খবর দ্য কুইন্ট।

বিজ্ঞাপন

এর আগে, নরেন্দ্র মোদি মহারাষ্ট্র সফর করার সময় #Modi_Parat_Ja হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল ১০ লাখ বার।

এছাড়াও, ভারতব্যাপী চলমান ছাত্র আন্দোলনের মুখে যখন ছাত্রদের রাষ্ট্র বিরোধী হিসেবা আখ্যা দেওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, ভারতের রাজ্যসভায় পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিপক্ষে অবস্থান নিয়েছে ভারতের অধিকাংশ রাজনৈতিক দল। বিশেষত ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিএএ বাস্তবায়নের মাধ্যমে ভারতের মৌলিক ধর্মনিরপেক্ষ চরিত্র ক্ষতিগ্রস্থ হয়েছে।

#GoBackModi টপ নিউজ নরেন্দ্র মোদি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর