প্রথম যৌথ সভায় আ.লীগ, যোগ দিয়েছেন শেখ হাসিনা
৩ জানুয়ারি ২০২০ ১০:১৮ | আপডেট: ৩ জানুয়ারি ২০২০ ১০:৫৮
ঢাকা: কাউন্সিলের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা শুরু হয়েছে। এরই মধ্যে বৈঠকে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সভায় সভাপতিত্ব করবেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা শুরু হয়।
সভায় আওয়ামী লীগের সর্বশেষ ২১তম কাউন্সিলে নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত হয়েছেন।
এর আগে এই যৌথ সভা সাধারণত ধানমিন্ডতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হলেও এবার আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।