Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফির উদ্যোগে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ


৩ জানুয়ারি ২০২০ ০৫:২২

ঢাকা: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা পরিষদের হলরুমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম শীতবস্ত্র বিতরণ করেন।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষে সভাপতি রুহুল ও শাপলা শীতবস্ত্র গ্রহণ করেন।

রুহুল বলেন, অতীতে আমাদের এভাবে কেউ সম্মানিত করে কোনো কিছু দেয়নি । মাশরাফির কারণে কম্বল পেলাম , সম্মান পেলাম । এর আগে টেলিভিশনে দেখেছি প্রধানমন্ত্রী আমাদের সম্প্রদায়কে ডেকেছিলেন । আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি মাশরাফীর কাছে কৃতজ্ঞ।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ছাত্রলীগ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের সকলকে খাবার পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ। এছাড়াও নড়াইল জেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিটের সভাপতি,সাধারণ সম্পাদক,  সাবেক-বর্তমান নেতারা উপস্থিত ছিলেন ।

নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর