রমজানের আগেই ২ লাখ টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে
২ জানুয়ারি ২০২০ ১৯:২৮ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ২০:২৭
ঢাকা: আসন্ন রমজান মাসের চাহিদা মেটাতে রমজান মাসের আগেই দেশে দুই লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, রমজানে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে। সেই চাহিদা সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও এস আলম গ্রুপ ৫০ হাজার মেট্রিক টন করে পেঁয়াজ আমদানি করবে। রমজান মাস শুরুর আগেই এগুলো আমদানি করা হবে। এছাড়া ভোজ্যতেল, ছোলা, আদা-রসুন ও খেজুরসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, উৎপাদন, আমদানি পর্যালোচনা করে প্রয়োজনীয় মজুত তৈরি করা হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এসময় উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ন্যায়সঙ্গত মুনাফা করে ব্যবসা করতে হবে। সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে মানুষের প্রয়োজনীয় পণ্যের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য সবকিছু করা হবে। আর এ ক্ষেত্রে বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রী আরও বলেন, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হবে। ব্যবসায়ীরাও যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে যেন কোনো পণ্যের সংকট না হয় বা অযৌক্তিকভাবে দাম না বাড়ে, সেজন্য সরকার সবকিছু করছে। এবারে পেঁয়াজ নিয়ে আন্তর্জাতিকভাবে সমস্যা দেখা দিয়েছে। সরকার জরুরিভাবে পদক্ষেপ নিয়ে দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করিয়েছে। দেশেই যেন চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদন করা যায়, সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
সাবেক বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ, টিসিবি’র চেয়ারম্যান ব্রি. জেনারেল জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) বাবলু কুমার সাহা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হাজী মো. গোলাম মাওলা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, এফবিসিসিআই ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ পেঁয়াজ আমদানি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোগ্যপণ্য রমজানের চাহিদা রামজান