সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ৬ জনকে জরিমানা
২ জানুয়ারি ২০২০ ১৯:৩৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ১৯:৪৩
ঢাকা: সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোয় দু’টি গাড়ি ও চারটি মোটরসাইকেলের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছয়জনকে সতর্কতামূলকভাবে একহাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং এই অভিযান চালায়।
এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব অভিযানে অংশ নেন। সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন না বাজাতে চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য জনসংযোগ কার্যক্রমও পরিচালনা করেন তারা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, নীরব এলাকায় হর্ন বাজালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন গত বছরের ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) অনুযায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে অনধিক ৬ মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন।
ভ্রাম্যমাণ আদালত রাস্তায় হর্ন সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন