Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থমন্ত্রীর বাসা থেকে অর্থ চুরি


২ জানুয়ারি ২০২০ ১৯:০০ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ২০:১২

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বাসা থেকে গৃহকর্মী ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলশান থানায় মামলা করেছেন মন্ত্রীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সারাবাংলা তথ্যটি নিশ্চিত করেছেন গুলশান থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এটা ছোটখাটো একটা ঘটনা। বাসার কাজের মেয়ে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে গেছে। এ ঘটনার মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।’

বিজ্ঞাপন

জানা যায়, অর্থমন্ত্রীর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান লোটাস কামাল গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চুরির ঘটনায় বাদী হয়ে গুলশান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গুলশান ২ নম্বর সেকশনের ১০৩ নম্বর সড়কের অর্থমন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছে বাসার গৃহকর্মী সালমা বেগম। সালমার বাড়ি দিনাজপুরে। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর থেকে তিনি অর্থমন্ত্রীর বাসায় কাজ করছিলেন।

পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে গত ১৩ ডিসেম্বর। কিন্তু অভিযোগ পেয়েছি ১৮ দিন পর ৩১ ডিসেম্বর।’ তবে অভিযোগ পাওয়ার পর গৃহকর্মী সালমাকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অর্থ চুরি অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর