Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ বড়লোক হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় সবাই ব্যস্ত: গণপূর্তমন্ত্রী


২ জানুয়ারি ২০২০ ১৮:০০

ঢাকা: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, হঠাৎ বড়লোক হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় সম্পদ আহরণে সবাই ব্যস্ত। কেউ গ্রুপ অব কোম্পানিজের মালিক হতে চায়, কেউ কোটি টাকা আয় করতে চায়, আবার কেউ দ্রুততার সঙ্গে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে চায়। এ প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদফতরের অডিটোরিয়ামে জাইকা অ্যালামনাই এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘সুশাসন ও উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন

বিজ্ঞাপন

গণপূর্তমন্ত্রী বলেন, ‘চাকরিজীবীরা সবাই সততা অবলম্বন করছেন তা নয়, আবার সিস্টেম একেবারে স্বচ্ছ তাও সঠিক নয়। টেন্ডার পদ্ধতি ও ঠিকাদারদের কাজের পদ্ধতির কারণে প্রকৌশলীরা ভয় পেয়ে ফাইলে হাত না দিলে উন্নয়ন আটকে যাবে। তাদের ভয় যুক্তিসঙ্গত। আমরা কাজের সিস্টেমকে এখনও আপডেট করতে পারিনি। কাজেই কিছু ত্রুটি-বিচ্যুতি হবেই। তাই সিস্টেমের পরিবর্তন করতে হবে।’

অহেতুক, তথ্যহীন সংবাদের ভিত্তিতে গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা যাতে হয়রানি না হন সে জন্য মন্ত্রী দুদক কমিশনারকে অনুরোধ জানান। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউ অন্যায় ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হলে তাদের ছাড় দিতে রাজি নই। এ ব্যাপারে জিরো টলারেন্স। কিন্তু কেউ অন্যায়ভাবে হয়রানির শিকার যেনো না হয়, সেটা দেখতে হবে।’

আত্মোপলব্ধি আর আত্মসমালোচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু আত্মকেন্দ্রিক না হয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য নিজের হাতকে বিস্তার করতে হবে। দেশ ও জাতির জন্য কিছু করার আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আসুন সবাই মিলে দেশের মানুষের জন্য কাজ করি। সুশাসন এবং উন্নয়নের জন্য সকলে মিলে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তাহলে অপার সম্ভাবনার বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে আলোকজ্জ্বল জায়গায় পৌঁছে দিতে সক্ষম হবো।’

বিজ্ঞাপন

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করেন জাইকা অ্যালামনাই এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজ্জাম্মেল হক খান। এতে আরও বক্তব্য দেন- গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও জাইকা অ্যালামনাই এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ আহমেদ।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাইকা অ্যালামনাই এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

গণপূর্তমন্ত্রী হঠাৎ বড়লোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর