Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন যে ১১৮ পুলিশ কর্মকর্তা [তালিকা]


২ জানুয়ারি ২০২০ ২০:০০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৭:০০

ঢাকা: কর্মক্ষেত্রে সেবা, সাহসিকতা, কর্মদক্ষতা ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে পেশাগত সর্বোচ্চ চার পদকে ভূষিত হতে যাচ্ছেন শতাধিক পুলিশ কর্মকর্তা। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহে তাদের পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ও পিপিএস-সেবা— এ বছর এই চার পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১১৮ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ১১৮ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে। উপসচিব ফারজানা জেসমিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৪ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাচটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জনকে বিপিএম-সেবা ও ৫৬ জনকে পিপিএম-সেবা পদক দেওয়া হচ্ছে।

পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। এর মধ্যে আবার ১৫ জন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্য। এর বাইরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কর্মরত ১৮ জন পাবেন এই পদক। আর পুলিশ সদর দফতর থেকে পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সংখ্যা ১২ জন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এই সংখ্যা পাঁচ। এর মধ্যে পিবিআই প্রধান বনজ কুমারও এবার বিপিএম-সেবা পদক পাচ্ছেন।

কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখায় প্রতিবছরই বাংলাদেশ পুলিশ এই পদক দিয়ে থাকে। এর আগে, ২০১৪ সালে ১০৫ জন, ২০১৫ সালে ৮৬ জন, ২০১৬ সালে ১২২ জন, ১০১৭ সালে ১৩২ জন ও ২০১৮ সালে ১৮২ জন পুলিশ কর্মকর্তা এসব পদক পান। তবে এর পরের বছর পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সংখ্যা একলাফে প্রায় দ্বিগুণ হয়ে যায়। ২০১৯ সালে এই পদক নেন ৩৪৯ জন পুলিশ কর্মকর্তা। সংশ্লিষ্টরা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখায় ‘গণহারে’ এই পদক দেওয়া হয়েছিল।

তবে এ বছর আবার আগের বছরগুলোর ধারাবাহিকতায় ফিরে এসেছে বাংলাদেশ পুলিশ। ১১৮ জন কর্মকর্তা এবারে পাচ্ছেন বিপিএম, পিপিএম এবং বিপিএম-সেবা ও পিপিএম-সেবা পদক। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পদকগুলো বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনজরে দেখে নেওয়া যাক এ বছর এই পদকে ভূষিত কর্মকর্তাদের তালিকা—

পিপিএম পিপিএম পদক বাংলাদেশ পুলিশ বিপিএম বিপিএম পদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর