বন্যায় আক্রান্ত জাকার্তা, ২১ জনের প্রাণহানি
২ জানুয়ারি ২০২০ ১৩:০৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ১৩:০৮
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত এলাকা ছেড়েছে কয়েক হাজার মানুষ। খবর রয়টার্স।
দেশটির আবহাওয়া পূর্বাভাসে দেখা গেছে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশংকা করা হচ্ছে।
বছরজুড়েই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বেশ কয়েকবার বন্যাকবলিত হয়েছে। এতে শহরে রেল-চলাচল ও বিদ্যুৎসেবা বিঘ্ন হয়ে বাসিন্দারা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
গত ৩১ ডিসেম্বর একটানা ভারী বৃষ্টিপাতে এবার ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে শহরটিতে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) অন্তত ৬২ হাজার বাসিন্দা শহর ছেড়েছেন বলে জানা গেছে। হাজার হাজার পোষা প্রাণীর মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দ্রুত সমুদ্রে বিলীন হওয়ার পথে। এছাড়া ভূমিকম্প, বন্যা ও দাবানলের কবলে নিয়মিতই পড়ে এ শহরটি।
গত বছর দেশটির নতুন রাজধানী হিসেবে পূর্ব কালিমান্তান প্রদেশের বর্নেও শহরকে ঘোষণা করেন প্রেসিডেন্ট জকো উইদোদো। ওই শহরটিকে রাজধানী উপযোগী করতে ৪০ বিলিয়ন ডলার খরচ করবে ইন্দোনেশিয়া।