ঢাকা আইনজীবী সমিতি ভবনের আগুন নিয়ন্ত্রণে
২ জানুয়ারি ২০২০ ১০:২০ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ১০:৫৫
ঢাকা: নিয়ন্ত্রণে ঢাকা আইনজীবী সমিতি ভবনের আগুন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভবনটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের তিনটা ইউনিট একযোগে কাজ করে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি সারাবাংলাকে জানান, ভবনের তিন তলার কনফারেন্স রুমে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের শুরু হতে পারে।