Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ সালে রাজধানীতে বাসার ছাদে ১০ লাখ বীজ রোপনের উদ্যোগ


২ জানুয়ারি ২০২০ ০১:২৬ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ০১:২৮

ঢাকা: ২০২০ সালের মধ্যে ঢাকা শহরের বাড়িগুলোর ছাদে ১০ লাখ বীজ রোপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বায়ু দূষণ প্রতিরোধ সংস্থা।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর ২২৬ পূর্ব আজমপুর নুর জাহান সৃষ্টি ক্যাসেলে এক হাজার বীজ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

বাংলাদেশ বায়ু দূষণ প্রতিরোধ সংস্থা উদোক্তা মো. বাশার শিকদার বলেন, ‘বর্তমানে বায়ু দূষণ মহামারীতে পরিণত হয়েছে। এই দূষণ রোধে ঢাকা শহরের বাড়িগুলোর ছাদে কিছু সবুজ সবজি বা ছোট গাছ লাগানো জরুরি। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ প্রতিরোধ হবে, অন্যদিকে এই ছাদকৃষি থেকে বাড়ির মালিকের প্রতিদিনের সবজির চাহিদাও পূরণ হবে।’

সংস্থাটির উদ্যোক্তা মীর মে‌হেদী হাসান ব‌লেন, ‘পরিবেশ দূষণ রোধে সবুজায়নের বিকল্প নেই। আমাদের এই সবুজ ছাদ প্রকল্প সবুজ নগরী গড়ে তুলতে সহায়তা করবে।’

সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গাছ লাগিয়ে বা সবুজায়নের মাধ্যমে এই সুন্দর পৃথিবীকে প্রাণ দেওয়া সম্ভব। বীজ রোপনের মধ্য দিয়ে নতুন বছর শুরু করা সত্যিই আনন্দের।’

সংস্থার আরেক সদস্য মো. শ‌রিফ খান ব‌লেন, ‘রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। শিল্প বর্জের কারণেও রাজধানীসহ অন্যান্য শহরে বায়ু দূষণ বাড়ছে ক্রমাগত। শিল্পাঞ্চলের আশপাশে বসবাসকারী জনগোষ্ঠী মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে। তাই এসব নিরস‌নে সবাইকে এগিয়ে আস‌তে হ‌বে।’

বাংলাদেশ বায়ু দূষণ প্রতিরোধ সংস্থার লক্ষ্য- কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন। এটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংস্থা।

বিজ্ঞাপন

১০ লাখ বীজ বাসার ছাদ রাজধানী রোপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর