Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ ইটভাটা নির্মাণের দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের ১০ বছর জেল


২ জানুয়ারি ২০২০ ০০:৫১ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ০১:৩০

‌বান্দরবান: থান‌চির প্রাতা পাড়ার পা‌শে অবৈধভা‌বে ইটভাটা নির্মাণ ও ইট তৈ‌রির অভি‌যো‌গে বান্দরবান সদর উপ‌জেলার সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুসকে ১০ বছ‌রের জেল ও ১৭ লাখ জ‌রিমানা করেছে প‌রি‌বেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদালত।

মঙ্গলবার (৩১ডি‌সেম্বর) রা‌তে চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রে‌ট আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

বান্দরবান প‌রি‌বেশ অধিদফতরের সহকারী প‌রিচালকে একেএম সা‌মিউল আলম কো‌রসি জানান, থান‌চির প্রাতা পাড়ার পা‌শে সরকারি নিয়মের তোয়াক্কা না ক‌রে সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বিপ্লব মারমা, মো. আইয়ুব ও খামলাই চেয়ারম্যান যৌথভা‌বে ইটভাটায় ইট তৈরির কাজ চালা‌চ্ছে। এমন খব‌রের ভি‌ত্তি‌তে মঙ্গলবার রাতে প‌রি‌বেশ অধিদফতরের বিশেষ আদালত সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে প‌রি‌বেশ সংরক্ষণ আইন ২০১৩-এর ১৪, ১৫, ১৬ ও ১৮ ধারায় মোবাইল কো‌র্টের মাধ্যমে আবদুল কুদ্দুসকে ১০ বছ‌রের জেল ও ১৭ লাখ টাকা জ‌রিমানা করা হয় বলে জানান তিনি।

অবৈধ ইটভাটা নির্মাণ জরিমানা জেল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর