Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নামের সাথে দুর্নাম মানায় না: ওবায়দুল কাদের


২ জানুয়ারি ২০২০ ০০:৩০

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ নামের সাথে দুর্নাম মানায় না, তাদের সুনামের ধারায় ফিরতে হবে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তি‌নি এ কথা বলেন।

স্রোতের প্রতিকূলে লড়াই করে যারা টিকে থাকতে পারবে তারাই সত্যিকারের নেতা হতে পারবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিকে পুঁজি করে ভাগ্যের উন্নয়ন করতে চাইলে তাদের ছাত্রলীগ করার দরকার নেই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চলছে, সেই সংগ্রামে ছাত্রলীগেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তৃতা করেন।

ওবায়দুল কাদের ছাত্রলীগ দুর্নাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর