Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ১ কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক ফের চালুর নির্দেশ


১ জানুয়ারি ২০২০ ১৭:১৩

ঢাকা: সীমান্তের এক কিলোমিটারের মধ্যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে সীমান্তের এক কিলোমিটারের মধ্যে মোবইল ফোনের নেটওয়ার্ক ফের চালু হলো।

বুধবার (১ জানুয়ারি) বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) জাকির হোসেন খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে সীমান্তের এক কিলোমিটারের মধ্যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনাটি মোবাইল ফোন অপারেটরগুলোকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হযেছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৯ ডিসেম্বর নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ-ভারত সীমান্তের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখতে সব অপারেটরকে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।

সংস্থাটির স্পেকট্রাম বিভাগের উপপরিচালক মো. সোহেল রানার সই করা এক চিঠি চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটককে পাঠানো হয়। চিঠিতে জরুরিভিত্তিতে সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ কার্যকর করে বিটিআরসিকে জানাতে বলা হয়েছিল।

টপ নিউজ বিটিআরসি মোবাইল নেটওয়ার্ক মোবাইল ফোনের নেটওয়ার্ক সীমান্ত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর