Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাবিথ-ইশরাকের জন্য ছাত্রদলকে মাঠে নামার নির্দেশ ফখরুলের


১ জানুয়ারি ২০২০ ১৫:১৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৮:৩২

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য ছাত্রদলকে মাঠে নামার নির্দেশ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নব্বয়ের আন্দোলনের পর ছাত্রদলের নেতারা গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছিলেন। তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন। আজকে মেয়র ইলেকশন হচ্ছে। আমি খুব খুশি হতাম যদি মেয়র প্রার্থী দুইজন এখানে উপস্থিত থাকতেন এবং ছাত্রদলের সঙ্গে পরিচিত হতেন।’

ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা ছড়িয়ে পড় ঢাকা শহরে। প্রতিটি অলিতে-গলিতে, বাড়িতে-বাড়িতে যাও। তোমরা মানুষকে বোঝাও- ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এই জন্যে যে, আমরা পরিবর্তন আনতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন- আপনারা ইলেকশনে কেন গেলেন? ২০১৮ সালে ইলেকশনে গিয়েছিলাম এই কথা প্রমাণ করতে যে, ২০১৪ সালের নির্বাচনে না গিয়ে আমরা ভুল করি নি। বর্তমান সরকার ও ইলেকশন কমিশনের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না, সেটা প্রমাণ করার জন্যই গেছি। আজকেও প্রশ্ন আসছে, বিএনপি মেয়র ইলেকশনে গেছে কেন? আমরা বার বার প্রমাণ করতে চাই, আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

‘তাই আমি বার বার বলতে চাই, এই নির্বাচন কমিশনকে সরাতে হবে, এই সরকারকে সরাতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করতে হবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

ছাত্রদলের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজকে ছাত্রদলের অনেক সমস্যা। ছাত্রদলের উচিত হবে সেসব সমস্যা নিয়ে আন্দোলন করা। ছাত্রদলের উচিত হবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিট গঠন করা, কমিটি গঠন করা। ছাত্রদের সমস্যাগুলো সামনে নিয়ে আসা।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে ডাকসুর ভিপিকে যখন মারে, তাকে যখন শুইয়ে দেয়, তখন তোমাদের জেগে উঠতে হবে। দাঁড়াতে হবে, প্রতিরোধ করে দাঁড়াতে হবে। আজকে শুধু বিএনপির প্রয়োজনে নয়, শুধু বেগম জিয়ার প্রয়োজনে নয়, আজকে শুধু তারেক রহমানের প্রয়োজনে নয়, বাংলাদেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনে সবাইকে জেগে উঠতে হবে।’

ভারতের সাম্প্রতিক আন্দোলনের দিকে ছাত্রদল নেতাদে দৃষ্টি আকর্ষণ করে  তিনি বলেন, ‘ভারত আইন করেছে। যে আইন বৈষম্যমূলক আইন। যে আইনের মধ্যে সাম্প্রদায়িক বৈষম্য রয়েছে। সেই আইনের বিরুদ্ধে ভারতে আজ বিদ্রোহ দেখা দিয়েছে। সেখানে প্রথম বেরিয়েছে ছাত্ররা। আজকে গোটা ভারতে  ছাত্ররা সেই আইনের বিরুদ্ধে নেমেছে। সেখানে আন্দোলন হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলন। কোনো দেশে কোনো কিছু সম্ভব হয়নি ছাত্রদের অগ্রণী ভূমিকা ছাাড়া।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, রাজিব আহসান প্রমুখ।

টপ নিউজ ঢাকা দুই সিটি নির্বাচন তাবিথ ও ইশরাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর