নতুন বছর নতুন করে শুরু করেছেন প্রধানমন্ত্রী
১ জানুয়ারি ২০২০ ১৪:৩৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৭:১৪
ঢাকা: রাষ্ট্র পরিচালনায় পুরোনো সব কাজ শেষ করে নব উদ্যমে নতুন বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো বছরের সব ফাইল ক্লিয়ার করে নতুন বছরের পথচলা শুরু করেছেন সরকার প্রধান শেখ হাসিনা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সারাবাংলাকে বলেন, গত বছরের সব কাজ গত বছরই শেষ করেছেন। কোনো ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তার সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।
তিনি বলেন, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তার কাছে। একদিনেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করে দিয়েছেন।
টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সভাপতি হিসাবে রাষ্ট্রপরিচালনা করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এবার টানা তিনসহ চারবারের প্রধানমন্ত্রী তিনি।
টপ নিউজ নতুন বছর নতুন বছরে নতুন কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা