আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৯ জঙ্গির মৃত্যু
১ জানুয়ারি ২০২০ ১৪:৩৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৪:৪৪
আফগানিস্তানের আলমার জেলায় জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর (এএনডিএসএফ) সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ১৯ তালেবান জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর হাতে আটক রয়েছে আরও এক জঙ্গি। বুধবার (১ জানুয়ারি) জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই টুইটার বার্তায় আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলমার জেলার ওই অঞ্চলে তালেবান জঙ্গিদের খুবই শক্ত অবস্থান ছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিমান হামলা চালানোর মাধ্যমে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি তাদের অনুকূলে নিয়ে আসে।
19 Taliban terrorists killed in Faryab
01 Jan 2020
As result of clash between ANDSF and Taliban terrorists in Almar district and series of Airstrikes on Taliban’s strongholds, 19 Taliban terrorists killed, 16 injured and 1 arrested.
(1/2)— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan) January 1, 2020
নিরাপত্তা বাহিনীর অভিযানের সময়, জঙ্গিদের ব্যবহার করা একটি গাড়ি, অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রায় ১৮ বছর ধরে বিভিন্ন বিবাদমান গোষ্ঠির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে আফগানিস্তানে। সম্প্রতি মার্কিন মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তালেবান জঙ্গিদের সাথে বছরব্যাপি শান্তি আলোচনা চললেও, এখন পর্যন্ত উভয়পক্ষের সমঝোতার অভাবে অস্ত্র বিরতি চুক্তি আলোর মুখ দেখেনি।