নতুন বছরে ৬ লাখ মামলা নিষ্পত্তির আশা আইনমন্ত্রীর
১ জানুয়ারি ২০২০ ১৪:১৬ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৭:০৬
ঢাকা: নতুন বছরে কম করে হলেও ৫ থেকে ৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, এই বছর অন্তত ৫ থেকে ৬ লাখ মামলা কমাতে আমরা বিচারিক প্রোগ্রাম, আদালতের লোকবল প্রস্তুতির চেষ্টা করছি।’
বুধবার (১ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারি জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা একটা সিস্টেম চালু করেছি। যেটা হচ্ছে জাস্টিস অডিট। প্রত্যেক তিন বছরে আমরা একটা হিসাব নেই। শুধু যে মামলা সেটা না। কি প্রকার মামলা, কোন বিষয়ে বেশি মামলা হচ্ছে, সেসব বিষয়ে একটা ধারণা নেই।
তিনি বলেন, এখানে ৩৬ লাখ ৬০ হাজার মামলার যে কথা বলা হচ্ছে সেটার সঙ্গে কিন্তু কিছুটা পার্থক্য আছে। হিসাব আসলে ৩১ লাখের। এটা যাই হোক। এটা মামলার জট। আমাদের এই বছর লক্ষ্য থাকবে অন্তত পক্ষে ৫ থেকে ৬ লাখ মামলা কমানো। আমরা সেই ভাবে বিচারিক যে প্রোগ্রাম, আদালতের লোকবল সেই ভাবে করার চেষ্টা করছি। আমরা মামলা কমানোর যে পরিকল্পনা নিয়েছি তা অবাস্তব না।
মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে নিশ্চয়ই আরও জোরদার করা হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি এখনো জনগনের কাছে তেমনভাবে পরিচিত নয়। সেই ক্ষেত্রে যেসব ফৌজদারী মামলা আপোষযোগ্য, সেই বিষয়গুলো আদালত যেন বলে দেয় কোর্টের বাইরে মীমাংসা করে দেয়। এজন্য বিজ্ঞবিচারকদের এমন উদ্যোগ নিতে আহবান জানান তিনি।
বিচার বিভাগের উপর মানুষের আস্থা বেড়েছে বলেই মামলা বাড়ছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর আগে আইনমন্ত্রী চার মাসের সহকারি জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-আইন সচিব মো. গোলাম সারওয়ারসহ অনেকেই।