শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা নরেন্দ্র মোদির
১ জানুয়ারি ২০২০ ১৩:৪৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৪:০৩
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষ ২০২০-এর শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১ জানুয়ারি) দুপুরে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদিকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
এ সময় দুই প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়