Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইট ইঞ্জিনিয়ারিংকে ২০২০ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা


১ জানুয়ারি ২০২০ ১৩:৫৬ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৬:২৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘রফতানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রফতানিকে উৎসাহিত করতে প্রতিবছর একটা পণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করি। ২০২০ সালের জন্য আমরা ‘লাইট ইঞ্জিনিয়ারিং’ পণ্যকে জাতীয়ভাবে বর্ষ পণ্য ঘোষণা করছি।’’

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর শের-ই বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিনিয়োগ এবং সোর্সিংয়ের অনুকূল গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশ

বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের একটাই লক্ষ্য, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা রফতানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রফতানিকে উৎসাহিত করার জন্য প্রতিবছর একটা পণ্যকে বর্ষ পণ্য হিসাবে অর্থাৎ ‘প্রোডাক্ট অভ দ্য ইয়ার’ ঘোষণা করি। সেই ক্ষেত্রে আমরা এবার রফতানি বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের জন্য লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে জাতীয়ভাবে বর্ষ পণ্য ঘোষণা করছি।’’

আমরা এর আগে পাট এবং পাটজাত পণ্য, চামড়া বা চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদনে গুরুত্ব দিয়েছি, এবার লাইট ইঞ্জিনিয়ারিংকে গুরুত্ব দিচ্ছি বলেও জানান প্রধানমন্ত্রী।

লাইট ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় বিভিন্ন পণ্যের মধ্যে বাই সাইকেল, অটো মোবাইল, মটরসাইকেল, অটো পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস, অ্যাকুমেলেটর, ব্যাটারি, সোলার, ফটোভোল্টিং মডিউল ও খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য এ খাতে উৎপাদন হচ্ছে এবং আরও হতে পারে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আরও বেশি বিনিয়োগ আসারও সুযোগ আছে দাবি করেন প্রধানমন্ত্রী।

এছাড়া ২০২১ সাল থেকে ঢাকার পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা করা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পূর্বাচলে আমরা একটা নতুন জায়গায় আমাদের বাণিজ্য মেলার জন্য অত্যন্ত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা বাণিজ্য কেন্দ্র করে দিচ্ছি। সেখানে প্রতিবছর বাণিজ্য মেলা হবে। সেখানে বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা থাকবে। সেইভাবেই তৈরি করছি। আমি আশা করছি, আগামী বছর থেকে পূর্বাচলে বাণিজ্য মেলার স্থানে এই বাণিজ্য মেলা করতে পারব।’

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়াও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন।

ধর্মীয়গ্রন্থ পাঠদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে বাণিজ্য প্রসার ও অগ্রযাত্রা নিয়ে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এরপর মেলার মূল প্রবেশ পথে ফিতা কেটে মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

টপ নিউজ প্রডাক্ট অব দ্য ইয়ার প্রোডাক্ট বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর