Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথিবীর মালিক যে ১০১ জন (৯১-৮২)


১ জানুয়ারি ২০২০ ১৪:০৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৪:০৮

৯১. ফিলিপ অনচুজ: ১৭৬,০০০ হেক্টর

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে বিলিয়নিয়র বিনিয়োগকারী ফিলিক অনচুজের মালিকানায় রয়েছে ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমি। ২০১৮ সালের ভূমি প্রতিবেদনে তার নাম উঠে আসে। অনচুস ১৯৭০ এর দশনের তেল-সম্মৃদ্ধ ভূমি-অঞ্চল কিনতে শুরু করেন। এবং ধীরে ধীরে তার বাণিজ্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং আরও পরে উইন্ড ফার্মে বিস্তার পায়। বর্তমানে উত্তর আমেরিকার সবচেয়ে বড় উইন্ড ফার্মটি তার মালিকানায়।

বিজ্ঞাপন

৯০. ফিশার পরিবার: ১৭৮,০০০ হেক্টর

গ্যাপ এর প্রতিষ্ঠাতা ডরিস ফিশার ও তার প্রয়াত স্বামী ডোনাল্ড ১৯৭০ ও ৮০ দশকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার হেক্টর জমির মালিকানা নিতে শুরু করেন। আর ডরিস ও তার সন্তানের বিলিয়ন বিলিয়ন ডলারের ভাগ্য গড়েছেন আর পাশাপাশি জমির পরিমান বাড়িয়েছেন ১ লাখ ৭৮ হাজার হেক্টরে। বর্তমানে তারা রাজ্যে একটি বিশালাকায় টেকসই বনায়নের ব্যবসা পরিচালনা করছেন।

৮৯. সিমপ্লট পরিবার: ১৭৯,০০০ হেক্টর

পটেটো টাইকুন নামে পরিচিত জন রিচার্ড সিমপ্লট মারা যান ২০০৮ সালে। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন বিপুলকায় এক সবজি খামার। সেই ১৯২৯ সালে। ১৯৭০’র দশকের দেশ জুড়ে ম্যাগডোনাল্ডসগুলোতে হিমায়িত ফ্রেঞ্চফ্রাইজ সরবরাহ করে ভাগ্য গড়েন বিলিয়ন ডলারের। এখন সিমপ্লটের ছেলে মেয়ে আর নাতি নাতনীরা গোটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে বড় বড় র‌্যাঞ্চের মালিক। যার মোট ভূমির পরিমান ১ লাখ ৭৯ হাজার হেক্টর।

৮৮. ম্যাকডোনাল্ড পরিবার: ১৯২,০০০

বুড়ো ম্যাকডোনাল্ডের একটা ফার্ম দিয়ে শুরু। এরপর তা বাড়তে থাকে। আর অ্যালাবামার মাউন্টেন ব্রুক থেকে আসা ম্যাকডোনাল্ড পরিবার ধীরে ধীরে তাদের ভূমির পরিবান বাড়াতে থাকে অ্যালাবামা থেকে ফ্লোরিডা পর্যন্ত। তবে তাদের মূল ঘাঁটি যুক্তরাষ্ট্রের মেইনে রাজ্যে।

বিজ্ঞাপন

৮৭. ফাম নাত ভু: ২০০,০০০ হেক্টর

ফাম নাত ভু হচ্ছেন ভিয়েতনামের সবচেয়ে ধনী ও একমাত্র বিলিয়নিয়ার, মিডিয়া বসের ভাই। তবে নিজ দেশে নয় ভাগ্য গড়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে গরুর মাংসের বিশাল শিল্প গড়ে তোলেন তিনি। ২০১৬ সালে তিনি কিনে নেন উত্তর টেরিটরির ভারমেলা স্টেশন। দাম পড়ে ১৪ মিলিয়ন ডলার। তার মালিকানায় এখন রয়েছে ২ লাখ হেক্টর জমি।

৮৬ ডোনাল্ড হরটন: ২ লাখ ৪ হাজার হেক্টর

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ গৃহনির্মাতা প্রতিষ্ঠান ডি আর হরটন প্রতিষ্ঠা করেন এই ডোনাল্ড হরটন। সে ৩৫ বছর আগের কথা। এরপর বছরে বছরে বাড়ে তার সহায় সম্পত্তি। দক্ষিণ-পশ্চিত যুক্তরাষ্ট্রে তার মালিকানায় এখন রয়েছে ২ লাখ ৪ হাজার হেক্টর জমি।

৮৫. ওয়েস্টারভেল্ট পরিবার: ২১০,০০০ হেক্টর

১৩৫ বছর ধরে এই পরিবার ওয়েস্টারভেল্ট কোম্পানির মালিক। ১৮৮৪ সালে এই ফার্ম প্রতিষ্ঠা করেন হার্ভার্ট ওয়েস্টারভেল্ট। এটি এখন যুক্তরাষ্ট্রের প্রধানসারির রিসোর্স সংস্থা আর এর জমির পরিমান দুই লাখ ১০ হাজার হেক্টর। যা দেশটির পাঁচটি রাজ্যে ছড়িয়ে রয়েছে।

৮৪. হল্যান্ড এম ওয়ার: ২১৬,০০০ হেক্টর

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় তার রয়েছে দুই লাখ ১৬ হাজার হেক্টর জমি। জর্জিয়ার হল্যান্ড এম ওয়্যার এখন ৮১ তে পড়েছেন। সম্প্রতি তার আয়ের একটা বড় অংশ দাতব্য ফাউন্ডেশনে দান করেছেন, যার মাধ্যমে চলছে ক্যান্সারের চিকিৎসা আর সংরক্ষিত হচ্ছে পশু-পাখির অধিকার।

৮৩. স্টিমসন পরিবার: ২২৩,০০০ হেক্টর

এরা অল্প দিনের ধনি নয়। স্টিমসন পরিবার স্টিমসন লামবার কোম্পানি প্রতিষ্ঠা করে গৃহযুদ্ধেরও আগে। আর এখন মন্টানা, ওরেগন আর ইদাহোর বিপুল বনাঞ্চল এখন তাদের মালিকানায়।

৮২. বেল পরিবার: ২২৫,০০০ হেক্টর

অস্ট্রেলিয়া দেশ হিসেবে বিশ্বের ৬ষ্ঠ বৃহৎ। সুতরাং এর কেউ বিশ্বের সবচেয়ে বড় ভূ-স্বামীদের একজন হবে তাতে আশ্চর্যের কিছু নেই। অস্ট্রেলিয়ার বেল পরিবার দেশটির নিউ সাউথ ওয়েলসে ২ লাখ ২৫ হাজার হেক্টর জমির মালিক। অস্ট্রেলিয়ার খাদ্য ও কৃষিতে এই পরিবারের বড় একটা অবদান রয়েছে। ১৯৭০ এর দশক থেকে তাদের পসার বাড়ছে আর বাড়ছেই।

পরের পাতা ৮১ থেকে ৭২>>

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর