পৃথিবীর মালিক যে ১০১ জন (৮১-৭২)
১ জানুয়ারি ২০২০ ১৪:০৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৪:০৭
৮১. মার্টিন পরিবার: ২৩১,০০০ হেক্টর
রয় ও. মার্টিন জুনিয়র তার বাবার কাঠের ব্যবসাটা এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু তৃতীয় রয় ও. মার্টিন সে ব্যবসাকে এতদূরে নিয়ে যান যে তাদের ভূ-সম্পদের পরিমানই দাঁড়ায় ২ লাখ ৩১ হাজার হেক্টর। যুক্তরাষ্ট্রের দক্ষিণে এই বিশাল ভূ-সম্পত্তি এখন মার্টিন পরিবারের মালিকানায়।
৮০. থমাস পেটারফি: ২৩৫,০০০ হেক্টর
ইন্টার্যাক্টিভ ব্রোকারস নামে ইলেক্ট্রনিক্স মালপত্রের একটি দালালি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন থমাস পেটারফি। আর সেই ব্যবসা থেকে তিনি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূ-স্বামীদের একজন। কেবল যুক্তরাষ্ট্রই নয়, গোটা বিশ্বেই তিনি ৮০তম বৃহৎ ভূ-স্বামী। হাঙ্গেরি বংশোদ্ভুত এই আমেরিকানের এখন উত্তর ফ্লোরিডায় রয়েছে ২ লাখ ৩৫ হাজার হেক্টর জমি।
৭৯. ফোর্ড পরিবার ২৩৫,০০০ হেক্টর
পূর্ব পুরুষ ক্যানেথ ফোর্ড ১৯৩৬ সালে ওরেগনের রোজবুর্গে ছোট্ট একটি স-মিল দিয়ে ব্যবসায় যাত্রা শুরু করেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ফোর্ডের উত্তরাধিকাররা এখন ২ লাখ ৩৫ হাজার হেক্টর জমির মালিক। পশ্চিম ওরেগন ও উত্তর ক্যালিফোর্নিয়ায় তাদের এই বিশাল ভূমি-অঞ্চল।
৭৮. ও’ কোনোর পরিবার: ২৩৮,০০০ হেক্টর
১৮৩৪ সালে পূর্ব-পুরুষ থমাস ও’ কোনোর ১ হাজার ১৯২ হেক্টর জমি বরাদ্দ পেয়েছিলেন। টেক্সাসের ভিক্টোরিয়া কাউন্টিতে। সেখান থেকেই শুরু। আয়ারল্যান্ড থেকে অভিবাসন নিয়ে আসা পরিবারটি ধীরে ধীরে তাদের সম্পত্তির বিস্তার ঘটাতে থাকে যা এখন ২ লাখ ৩৮ হাজার হেক্টরে দাঁড়িয়েছে।
৭৭. হ্যামার পরিবার: ২৪৩,০০০ হেক্টর
পাঁচ প্রজন্ম ধরে ধনিক পরিবার এই হ্যামারেরা। এখন স্টেফান হ্যামার ও তার পরিবার যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় মোট ২ লাখ ৪৩ হাজার হেক্টর জমির মালিক। ১৯০০ দশকের দিকে হ্যামার পরিবার বনাঞ্চলের মালিকানা নিয়ে কাঠ ও স-মিলের ব্যবসা শুরু করে। আর এখন তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূ-স্বামী পরিবারের একটি।
৭৬. লাইকেস পরিবার: ২৪৫,০০০ হেক্টর
১৮৭০ সালে ড. হলওয়েল লাইকেস তার মেডিকেল সার্জারির প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে ফ্লোরিডায় গিয়ে বসতি গড়েন। সেখানে ২০২ হেক্টরের একটি র্যাঞ্চ কিনে পরিবারটির যাত্রা শুরু। এখন ওই চিকিৎসকের উত্তরাধিকাররা ২ লাখ ৪৫ হেক্টর জমির মালিক। টেক্সাস ও সানসাইন স্টেটে তাদের মালিকাধীন ওই জমির পরিমান গোটা লুক্সেমবুর্গের সমান।
৭৫. হাগ গ্রোসভেনর, ওয়েস্ট মিন্সটারের ২ম ডিউক: ২৫৫,০০০ হেক্টর
৩০ বছরের কম বয়সীদের মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটি হচ্ছেন এই হাগ গ্রোসভেনর। ২০১৬ সালে বাবা জেরাল্ড গোসভেনরের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিনি বিপুলাকায় গ্রোসভেন ইস্টেটের মালিক হন। কেবল এখান থেকেই এই ২৮ বছরের বিলয়নিয়ার পান ৫৭,০০০ হেক্টর জমির মালিকানা। যুক্তরাজ্যের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার তার মালিকানায় রয়েছে ১ লাখ ৬৮ হাজার হেক্টর জমি।
৭৪. ব্রিসকো পরিবার: ২৫৬,০০০ হেক্টর
টেক্সান রাজকীয় পরিবার এই ব্রিসকোরা। লোন স্টার স্টেটের জন্য পরিবারটির রয়েছে ঐতিহাসিক ভূমিকা। এখন তাদের উত্তরাধিকাররা উত্তর টেক্সাসের বিপুল ভূমি অঞ্চলের মালিক। যার পরিবার ২ লাখ ৫৬ হেক্টর বলে সবশেষ ভূমি প্রতিবেদনে উঠে এসেছে।
৭৩. যিশু খ্রীষ্টের গির্জা: ২৭১,০০০ হেক্টর
অন্য অনেক ধর্মীয় গোষ্ঠীর মতো চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডি সেইন্টস’র মালিকানায়ও রয়েছে বিশাল ভূমি অঞ্চল। যুক্তরাষ্ট্রে মোরমোনদের এই গির্জার মালিকানাধীন জমির পরিমান ২ লাখ ৭১ হাজার হেক্টর। রয়টার্সের এক সাম্প্রতিক প্রতিবেদন মতে, ফ্লোরিডায় ব্যক্তি মালিকানায় এদেরই রয়েছে সবচেয়ে বেশি জমি।
৭২. উইকস ভ্রাতৃদ্বয়: ২৮৪,০০০ হেক্টর
একসময় ইটের ভাটার মালিক ছিলেন ড্যান ও ফ্যারিস উইকস ভ্রাতৃদ্বয়। পের ২০০০ এর দশকে তারা একটা বড় অংক বিনিয়োগ করেন জমি কেনায়। যুক্তরাষ্ট্রের মন্টানা, ইদাহো, টেক্সাস, ওরেগন ও টেনেসিসে এই দুই ভাইয়ের মালিকানায় এখন ২ লাখ ৮৪ হাজার হেক্টর জমি।
পরের পাতা ৭১ থেকে ৬২>>