Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথিবীর মালিক যে ১০১ জন (৭১-৬২)


১ জানুয়ারি ২০২০ ১৪:০৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৪:০৬

৭১. হিউইট পরিবার: ৩০০,০০০ হেক্টর
প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ধনিক পরিবার হিসেবে খ্যাত। এখন তাদের দখলে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে ৩ লক্ষ একর জমির মালিকানা।

৭০. ন্যাশনাল ট্রাস্ট ও ন্যাশনাল ট্রাস্ট ফর স্কটল্যান্ড: ৩২৬,০০০ হেক্টর
ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ল্যান্ডে এই ন্যাশনাল ট্রাস্ট ও ন্যাশনাল ট্রাস্ট ও স্কটল্যান্ডের যৌথভাবে ৩ লাখ ২৬ হাজার হেক্টর জমির মালিকানা রয়েছে। দাতব্য প্রতিষ্ঠানটি ব্রিটেনের বেসরকারিভাবে সর্বোচ্চ ভূমি মালিকানার একটি।

বিজ্ঞাপন

৬৯. পিংগ্রি পরিবার: ৩৩৬,০০০ হেক্টর
শিপিং ম্যাগনেট হিসেবে সুপরিচিত ডেভিড পিংগ্রি যুক্তরাষ্ট্রে মেইনে রাজ্যে জমি কিনতে শুরু করেন ১৫০ বছর আগে। এরপর ধীরে ধীরে ভূপতি হিসেবেও নাম কুঁড়োতে শুরু করেন। এখন তার উত্তরসুরীরা ৩ লাখ ৩৬ হাজার হেক্টর জমির মালিক।

৬৮. ভ্যাসিলি রজিনভ: ৩৬২,০০০ হেক্টর
রাশিয়ার বিতর্কিত মাল্টি-মিলিয়নিয়ার ভ্যাসিলি রজিনভ রুশ-কাজাকিস্তানি ফার্মিং গ্রুপ ইভোলগার মালিক। দুই দেশ মিলিয়ে তার মালিকানাধীন জমির পরিমান ৩ লাখ ৬২ হাজার হেক্টর।

৬৭. কিং অ্যান্ড লুইস পরিবার: ৩৬৯,০০০ হেক্টর
১৮৫৩ সালে টেক্সাসের সবচেয়ে বড় র‌্যাঞ্চটি ছিলো ক্যাপ্টেন রিচার্ড কিং ও গিডিয়ন কে. লুইসের মালিকানায়। তাদের যৌথ পরিবারের নিয়ন্ত্রণে এখন রয়েছে ৩ লাখ ৬৯ হাজার হেক্টর জমি। র‌্যাঞ্চিং, ফার্মি, হান্টিং এসবের পাশাপাশি এই বিপুল ভূমি-অঞ্চলে গ্যাস ও তেলের উৎপাদনও রয়েছে।

৬৬. পিটার বাক: ৩৭৪,০০০ হেক্টর
যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি সাবওয়ের যৌথ প্রতিষ্ঠাতা হিসেবেই পিটার বাকের পরিচয়। জনপ্রিয় এই ফাস্টফুড চেইন থেকে তিনি গড়েছেন ১.৭ বিলিয়ন ডলারের ভাগ্য। পাশাপাশি তার রয়েছে বিশাল কাঠের ব্যবসা। আর সে কাঠ আসে মেইনের ৩ লাখ ৭৪ হাজার হেক্টর বনভূমি থেকে।

বিজ্ঞাপন

৬৫. ডি মোরাস পরিবার: ৩৯০,০০০ হেক্টর
ডাক নাম কিং অব সয়া। ব্রাজিলীয় ফার্মিং মুঘল ওলাকির ডি মোরাস। বিশ্বের সবচেয়ে বড় সয়া চাষী। আর তার সন্তান-সন্ততি আর নাতি-নাতনিরা দক্ষিণ আমেরিকার ৩ লাখ ৯০ হাজার হেক্টর জমির মালিক। যা মধ্য আটলান্টিকের গোটা ভার্দি অন্তরীপের সমান।

৬৪. কিরিল মিনোভালভ: ৪০০,০০০ হেক্টর
রুশ ধনাঢ্য বণিকদের অন্যতম এই কিরিল মিনোভালভ দেশটির কৃষিজাত পণ্যের বাজারটাই নিয়ন্ত্রণ করেন বলা চলে। বিশ্বের সবচেয়ে বড় মল্ট উৎপাদনকারী। রাশিয়া ও জার্মানিতে রয়েছে বৃহদাকার চারটি উৎপাদনক্ষেত্র। আর মোট ৪ লাখ হেক্টর জমি এখন তার মালিকানায়।

৬৩. প্যাডি হ্যান্ডবুরি: ৪০০,০০০ হেক্টর
মিডিয়া মুঘল রুপার্ট মারডকের ভাগনে এই প্যাডি হ্যান্ডবুরি। পরিবারের সহায়-সম্পত্তির সবটাই এখন তার অধীনে। যার মালিকানায় রয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার আরকুনা ক্যাটল স্টেশন ও সুইংগিং শোভেল। এছাড়াও পশ্চিম অস্ট্রেলিয়ার দ্য রাইজেজ ও তার মালিকানায়। মোট ৪ লাখ হেক্টর জমিরও মালিক তারা।

৬২. ক্রেইগ অ্যাসটিল: ৪০৮,০০০ হেক্টর
অস্ট্রেলিয়ার অ্যালেরন প্যাস্টোরাল হোল্ডিংস এর একক মালিকানা এই ক্রেইগ অ্যাসটিলের ক্যাসন গ্রুপের হাতে। খামারি কোম্পানিটি মধ্য অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিং এলাকায় ৪ লাখ ৮ হাজার হেক্টর জমির মালিক।

পরের পাতা ৬১ থেকে ৫২>>

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর