Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত


১ জানুয়ারি ২০২০ ১৩:০৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৩:০৮

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে সুজাতপুর এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটা দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এছাড়া চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার পথে একটি প্রাইভেটকার সুজাতপুরে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এসময় প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে প্রবাস ফেরত হুমায়ুন কবির ও তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হন। হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেওয়ার পর বোন ও তার স্বামী মারা যান।

বিজ্ঞাপন

তিনি জানান, নিহতদের নামা- সাইফুল ইসলাম ও রুমি আক্তার। তারা হুমায়ুন কবিরকে বিমানবন্দর থেকে তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে এগিয়ে আনার জন্য ঢাকা গিয়েছিলেন। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হুমায়ুন কবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিল্লা কুমিল্লায় সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর